Posts

Showing posts from January, 2018

ডার্কঃ আদতেই ডার্ক একটি টিভি সিরিজ

Image
(সতর্কীকরণঃ স্পয়লার থাকতে পারে) মিসিং কিডস, ঘন বন জঙ্গল, ভূতুড়ে একটি গুহা আর মনস্টার্স এসবের কথা ভাবতেই একটি টিভি সিরিজ এর নামই মাথায় আসে, “স্ট্রেঞ্জার থিংগস”। যদিও আজকে স্ট্রেঞ্জার থিংগস নিয়ে কথা বলতে আসি নি। আপাতদৃষ্টিতে একই রকম প্রেক্ষাপটে জার্মান ভাষার আরেকটি টিভি সিরিজ “ডার্ক” নিয়ে কথা বলতে এসেছি। ডার্ক হল নেটফ্লিক্স প্রযোজিত প্রথম জার্মান ভাষার টিভি সিরিজ। ট্রেইলার দেখে ডার্ক সম্পর্কে বেশ ভালোই উচ্চাশা জন্মেছিল, যদিও স্ট্রেঞ্জার থিংগস এর সাথে অনেক মিল মনে হয়েছে। কিন্তু বিঞ্জ ওয়াচ ( Binge Watch) করতে বসে বুঝলাম এ জিনিস আসলেই ডার্ক। সাধারন একটি আত্মহত্যা এবং একটি বাচ্চার হারিয়ে যাওয়ার কাহিনী দিয়ে শুরু হলেও আস্তে আস্তে আপনাকে টেনে নিয়ে যাবে গহীনে। টাইম ট্রাভেল নিয়ে গল্প আমার অনেক ভালো লাগে। এর আগে টুয়েলভ মাংকিস ( 12 Monkeys) কিংবা 11.22.63 দেখে খুব মজা পেয়েছিলাম। কিন্তু ডার্ক এর ট্রেইলার দেখে কোনরকম আঁচ করতে পারিনি যে এটা টাইম ট্রাভেল নিয়ে হবে। যদিও টাইম ট্রাভেল এর সাথে সাই-ফাই মাম্বো-জাম্বো তো রয়েছেই। সবচেয়ে মজার ব্যাপার ছিলো কাহিনীর লেয়ার গুলো। বিভিন্ন টাইম ফ্রেমে...

জর্জ ম্যালিয়েসঃ বিশ্ব চলচ্চিত্রের এক অনন্য জাদুকর

Image
অস্কারে মনোনয়ন পাওয়া সিনেমা “হিউগো” (Hugo) দেখছিলাম। এক মা-বাবা হীন এক বাচ্চার কাহিনী। বাচ্চাটি একা একা রেল স্টেশনে থাকে এবং ক্লক টাওয়ারের ঘড়িগুলোকে নিয়মিত পরিচর্যা করে সচল রাখে। কিন্তু দেখতে দেখতে সিনেমাটি আরেকজনের গল্প হয়ে গেল। জর্জ ম্যালিয়াস নামক এক ষাটোর্ধ খেলনা বিক্রেতা যার ওই স্টেশনেই একটা দোকান আছে। পরবর্তীতে জানা যায় সেই ভদ্রলোক সিনেমা বানাতেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন কারণে তিনি নিঃস হয়ে পড়েন। তার সব সিনেমা হারিয়ে যায়, যার বেশিরভাগই জুতোর হিল তৈরির জন্য গলিয়ে ফেলা হয়। আমি তখন পর্যন্ত জর্জ ম্যালিয়েস কে চিনতাম না, জানতাম না যে তিনি কি শুধুই একটি ফিকশনাল চরিত্র নাকি সত্যিকারের। পরে ইন্টারনেটে ঘাটাঘাটি করে জানলাম এক অদ্ভুত জাদুকরের কথা যিনি তার মেধাতে তার সময়ে সবাইকে ছাড়িয়ে অনেক দূরে পৌঁছে গিয়েছিলেন। আসুন ম্যালিয়েস সম্পর্কে কিছু কথা জানি।   জন্ম এবং স্বপ্নের দিকে চলা   ম্যারি জর্জ জিন ম্যালিয়েস (Marie-Georges-Jean M é li è s) ১৮৬১ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। ১৮৮০ সালে তিনি তার গ্র্যাজুয়েশন শেষ করেন এবং পারিবারিক জুতার ব্যবসায় প্রবেশ করেন...

আবুল হাসানের 'ক্লান্ত কিশোর তোমাকে ভীষণ ক্লান্ত দেখায়', কন্ঠশ্রম: রাসু, সঙ্গীত: লুডভিগ ফন বেটোফেন

উৎসর্গ ঃ আহসান হাবীব