তোমার অপেক্ষা

তুমি আজ আসনি
আমাকে কেউ ছুঁয়ে দেয়নি
তোমার পথচেয়ে
ধুলাবালি উরিয়ে
নিয়ন আলোয় ভিজে
তোমাকে খুঁজে খুঁজে
পকেটে হাত গুঁজে
সান্তনা দিয়েছি নিজেকে নিজে।
তুমি কি আসবা না,
তুমি কি কখনো আসবানা?
কবে আসবা তুমি?
তোমার অপেক্ষায় থেকে থেকে
আমার অট্টালিকা জুড়েছে পরগাছায়,
বাদুর-চামচিকা বাসা বেধেছে
আমার ফোকরে কোটরে।
কবে আসবে তুমি?
আমি চাটাইয়ে বাধা লাশ হবার আগেই
আসার অনুরোধ রইল।
x

Comments

Popular posts from this blog

কবিতা-বসন্ত আসছে, ফারজানাহ খোজান্দি, অনুবাদ - রাসু

ডার্কঃ আদতেই ডার্ক একটি টিভি সিরিজ