ডার্কঃ আদতেই ডার্ক একটি টিভি সিরিজ

(সতর্কীকরণঃ স্পয়লার থাকতে পারে)



মিসিং কিডস, ঘন বন জঙ্গল, ভূতুড়ে একটি গুহা আর মনস্টার্স এসবের কথা ভাবতেই একটি টিভি সিরিজ এর নামই মাথায় আসে, “স্ট্রেঞ্জার থিংগস”। যদিও আজকে স্ট্রেঞ্জার থিংগস নিয়ে কথা বলতে আসি নি। আপাতদৃষ্টিতে একই রকম প্রেক্ষাপটে জার্মান ভাষার আরেকটি টিভি সিরিজ “ডার্ক” নিয়ে কথা বলতে এসেছি। ডার্ক হল নেটফ্লিক্স প্রযোজিত প্রথম জার্মান ভাষার টিভি সিরিজ। ট্রেইলার দেখে ডার্ক সম্পর্কে বেশ ভালোই উচ্চাশা জন্মেছিল, যদিও স্ট্রেঞ্জার থিংগস এর সাথে অনেক মিল মনে হয়েছে। কিন্তু বিঞ্জ ওয়াচ (Binge Watch) করতে বসে বুঝলাম এ জিনিস আসলেই ডার্ক। সাধারন একটি আত্মহত্যা এবং একটি বাচ্চার হারিয়ে যাওয়ার কাহিনী দিয়ে শুরু হলেও আস্তে আস্তে আপনাকে টেনে নিয়ে যাবে গহীনে।

টাইম ট্রাভেল নিয়ে গল্প আমার অনেক ভালো লাগে। এর আগে টুয়েলভ মাংকিস (12 Monkeys) কিংবা 11.22.63 দেখে খুব মজা পেয়েছিলাম। কিন্তু ডার্ক এর ট্রেইলার দেখে কোনরকম আঁচ করতে পারিনি যে এটা টাইম ট্রাভেল নিয়ে হবে। যদিও টাইম ট্রাভেল এর সাথে সাই-ফাই মাম্বো-জাম্বো তো রয়েছেই। সবচেয়ে মজার ব্যাপার ছিলো কাহিনীর লেয়ার গুলো। বিভিন্ন টাইম ফ্রেমে কাহিনী আগানো এবং সেগুলোকে একসাথে একই সুতোয় গাঁথা একটা বড় চ্যালেঞ্জ এবং এক্ষেত্রে টিম খুব ভালো কাজ দেখিয়েছে। যদিও ১০ এপিসোড এ প্রথম সিজন খালি প্রশ্নের পর প্রশ্নই জন্ম দিয়েছে। উত্তর পেতে হলে পরবর্তী সিজন(গুলো) দেখতে হবে। তবে বিঞ্জ ওয়াচের জন্য এটি একটি পার্ফেক্ট সিরিজ। টান টান উত্তেজনা আর অনেকগুলো প্লটলাইন আপনাকে আটকে রাখবে পর্দায় পুরো সিজনব্যাপি।

নাম এবং কাহিনীর সাথে মিল রেখেই পুরো সিরিয়ালে ব্যবহৃত হয়েছে লো-কি (ডার্ক) লাইট যা কাহিনীর টেন্সড মোমেন্টগুলোকে খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছে। পুরো সিরিজে হাই-কি লাইটের ব্যবহার নেই বললেই চলে। ডার্ক এবং টুইস্টেড গল্প যারা পছন্দ করেন, যারা সাই ফাই এর ফ্যান তারা খুব মজা পাবেন এটি দেখে। তো আর দেরি কেন ১০ ঘন্টার একটি ডার্ক রাইড নিয়ে নিন না এখনই!


IMDB রেটিংঃ ৮.৮/১০

আমার রেটিংঃ ১০/১০


ট্রেইলারঃ ডার্ক ট্রেইলার

অনলাইন এ দেখুনঃ fmovies

টরেন্ট লিংকঃ Dark Torrent

Comments

Popular posts from this blog

তোমার অপেক্ষা

কবিতা-বসন্ত আসছে, ফারজানাহ খোজান্দি, অনুবাদ - রাসু