উৎসর্গ: আমার দন্ডিত প্রেমিক বন্ধু "খায়রুল কবির চৌধুরী"কে নির্বাসনের স্বাদ কেমন হয়, আমার প্রিয়তম, একাকীত্ব কতটুকু জানা যায় ? শুন্য আকাশে সূর্যের একাকীত্ব, আয়নার ভিতরে প্রতিবিম্বের একাকীত্ব, বুকের মধ্যে হৃদয়ের একাকীত্ব। জীবন আমাদের টেনে ধরে নির্জন কোন প্রান্তরে আমাদের উপর অনবরত তুষারপাত পথের পর পথ নিয়ে চলে আয়নার গোলক ধাঁদায় পা ভুলে যাবে পথ চলার সুর, সংকীর্ণ শিরা মাধ্যমে হাত আর রক্তের স্পন্দন শুনতে পাবে না, এবং হৃদয়, আমাদের হৃদয়, দুর্বল হয়ে যাবে ভালবাসা উপচে বেরিয়ে আসবে কিনা- আমি জানি না। কিন্তু আমি জানি, আমার ভালোবাসা, তাহল স্মৃতির আয়নায় ফিরে যাওয়া। আমি এখানে পউছেছি সাধারন রহস্যে, বসন্ত স্বর্গীয় রেশমি স্নিগ্ধতা যখন তুমি প্রথম বল, 'হ্যালো আমার ছোট বোন।' আমার কৈশরের সামনে একটি শিশুর বাস - একটি হাজার বছর বয়সী ছাত্র। চিঠি তোমার চিঠি আমার অন্ধকার চোখে আলোর বন্যা নিয়ে আসে সে চিঠিগুলি ছিল পবিত্র ফারসি কবিতার মত। (অসম্পূর্ণ)
BAH...Darun to!
ReplyDelete